কর্মক্ষেত্রে অফিসে নিত্য নতুন উপদেশবাণী,
পান থেকে চুন খসলেই ভাগ্যে জোটে অশ্রাব্যগ্লানি।
দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়,
তখন সে তার মেধা শক্তি সাহস সবই হারায়।
তোষামোদি আর পা-চাটা তখন পেশা হয়ে যায়,
সৎ মেধাবী যোগ্যরা পদ হারায় বঞ্চিত অবহেলায়।
সমাজ রাষ্ট তখন চলে যায় নষ্টদের অধীনে,
অসৎ অযোগ্য আর বাটপারদের জ্ঞানী মানে।
(২২ জুন ২০২০)