সোনালী মহলগুলো দুলে ওঠে উপহাসে,
       সুরার ঘোরে দোলে নর্তকীর কেশবিন্যসে।
সরাবে মৃদুমন্দ দোলে গীতালীর পাখা,
              বিরক্তির মাঝে পার্থিব জীবন দেখা।
যেন নতুন বসন্তের প্রস্ফুটিত ফুল,
              দীর্ঘশ্বাস ! মালতির হাওয়া ত্রিশূল।
লালগালিচায় সবুজের তোরণ নিত্যবন্দনা,
                          ঘামঝরা রাতের উল্লাস ,
সব উপহাস না কি বেদনা!
                মুখে বন্দনা, আধুনিক বিশেষণ।
কিসের আভাস?
            বুক ফাঁটা আর্তনাদে থাকে উপহাস।
কেঁদে ওঠে নর্তকির নিত্য নিবাস,
        আয়নাতে দ্যাখে পুরানো সব ইতিহাস।
চোখে মুখে দুঃস্বপ্নের অবয়ব,
       উপহাসে হাসে, ওরা থাকে সুরায় সরব।
সর্বত্র মানব ইতিহাসের নীরব ট্রাজেড়ির খেলা,
       রঙিন মৃত্যুর দংশন দুরাতিক্রম্য
                কল্পরেখার উপহাস সারাবেলা।
(৩০ জুন ২০১০)