কোথাও চলছে যুদ্ধ আবার কোথাও হানাহানি,
কার ক্ষমতা কতো ! ক্ষেপনাস্ত্র ছুঁড়ে করে প্রদর্শনী।
ভাঙ্গাগড়ার আবর্তে কোথায় কে তলাচ্ছে কে জানে?
দেশ জাতি সমাজ আতঙ্কিত, মারনাস্ত্রের ভয় জনমনে।
উত্থান পতন ধবংস বিপর্য়য়ে মানুষ লক্ষ্যহীন,
প্রিয়স্মৃতি প্রিয়মুখ হারিয়ে সমাজ আজ প্রীতিহীন।
বুলগেরিয়া, রোমানিয়া, লিথুনিয়া ও শ্লোভাকিয়া
ভাঙ্গা গড়ার অজানা কাহিনী চলে ধামাচাপা দিয়া।
প্রতিদিন ঘটে ইতিহাসের নতুন নতুন সব ঘটনা,
ঐতিয্য ধবংস করে, নতুন ইতিহাস করে বর্ণনা।
রোমান, বলকান সম্রাজ্য, জারদের শাসন!
বৃটিশ-ফরাসীদের মাঝে কতো উত্থান-পতন।
এ বিশ্বের বুকে নিরীহ দূর্বল মানুষ নীরব সাক্ষী,
‘স্মৃতি বড়ো দূর্বল, বিস্মরণ পরায়ন’- বলে রক্ষী।
যা ঘটে, তাকেই বলে এই বুঝি এর শেষ !
পরমুহূর্তে রাখে আর এক ট্রাজেডির রেশ।
উত্থান-পতন, ভাঙ্গাগড়ার এ নিষ্ঠুর খেলা!
বিশ্ব জাতিসমূহকে রক্ষায় উঠাতে হবে বেলা।
পৃথিবীতে আজ যা ঘটছে, তা সময়ে প্রবাহমান,
সময় পেরিয়ে পরবর্তীতে রটে যায় তার দূর্নাম।
উত্থান-পতনের এ খেলা শেষ কোথায় গিয়ে ?
সময়ই জানে! প্রকৃতির মাঝে ধরণী থাকে ভয়ে।
বিশ্বের বুকে ইতহাস বিচিত্র নির্মম খেলা খেলে
জানি না! কোথায় শেষ হবে? কিসে সে ভোলে!
হেলায় খেলায় ধবংসের খেলায় মানুষ মারছে সর্বত্র
মানুষ মেরে বলে, সন্ত্রাস মেরেছি। আমরা অভিভূত!
মানব ইতিহাসও ক্ষণভঙ্গুর বিচিত্র তার ঘটনাবলী,
ধবংসের খেলায় বিশ্বভূমণ্ডলে উত্থান পতনের পদধুলি।