এই দুর্গম শ্বপদসংকুল জনপদে
       শান্তির প্রলেপ দিতে চলে উৎসবে,
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার লোভে
    কেন্দ্রাভিমুখী বলে ছিটকে পড়ে সবে।
উন্নতির ধুয়ো তোলে অদৃশ্য উপায়ে,
        সস্তা বক্তৃতা দেয় দু’হাত উঁচিয়ে।
কঠিন সংকটে তবু লেফাফা
             অপদমস্তক ক্যান্সারে মোড়া,
সমাজ-রাষ্ট্রের মানব সম্পদ
      আজ বেকারত্বের অভিশাপে মোড়া।
দুর্নীতি আর স্বজনপ্রীতির বিষ বাস্পে
         সমাজের স্পন্দন থামে প্রকাশ্যে।
(০৭ জুলাই ২০১৩)