আমার  ভাবনার মাঝে  আমি  লিখে  যাই,
দু'চোখ  দিয়ে  যা অনিয়ম  দেখি তাই।
উগ্র সাম্প্রদায়িকতা আর ধর্মান্ধতা ডুবাচ্ছে মানবতা,
আত্মকেন্দ্রিক শিক্ষায় হারাচ্ছি নৈতিকতা।