প্রতিনিয়ত ভোরবেলা সূর্য দেখি
পাখিরা গানে প্রকৃতির ছবি আঁকি।
মৃদু মন্দ হাওয়ায় দোলে মন,
দু’ একটা ঝরাপাতা উড়ে সারাক্ষণ।
ছেড়া কাগজ হয়তো বা পলিথিন খাতা,
অথবা ঝিরঝির বাতাসে নড়ে বট-অশথের পাতা।
দু’চারটা উলঙ্গ ছিন্ন মূল শিশু খেলছে
কেউবা দাঁড়িয়ে বসে প্রকৃতির কাজ সারছে।
সূর্য মাথার ওপর , ক্লান্ত পথিক অপেক্ষার গাড়ি,
পাশে এলোমেলো চুল, অবিন্যস্ত পরা শাড়ি।
বলছে, চলো যাই শীত কুয়াশা ছেড়ে,
ফাগুনের গাড়িতে চড়ি এ ভীড় ছেড়ে।