তপ্ত জীবনের  (দহনস্নাত) মুমূর্ষ যন্ত্রণায়
একে বেকে চলি দিগন্তে, পোড়া মরীচিকায়
দিবাবসনের ভুল পথে!
প্রত্যাশার শীর্ষে জীবনের উল্টো রথে
বেদনার কল্পকাহিনী অথবা অজানা দুরভিসন্ধি
রক্ত, মৃত্যু, মহামারি -গোপন ধ্বংসের শিহরণ ;
উচ্চাভিলাষী নির্মম  নির্জন মধ্যরাতে
ভুল পথে চলি ষড়যন্ত্রের যন্ত্রণায়।
ব্যর্থতার দুঃস্বপ্নে জ্বলেছি তিমির রাতে
    রক্ত-মৃত্যুর হোলিখেলায়!
স্মৃতি ঘোরে নির্মম বাস্তবতায়।
বাঁধ ভেঙ্গে চলি সময়ের সিঁড়ি বেয়ে
গোপন সংঘাতে আসে ওরা ধেয়ে
ভরদুপুরে, তবু কম্পিত শিহরণ জাগে
নদী আর সাগরের আলিঙ্গনে
শেষ অন্তরাগের আলোয়।
দিগন্ত পোড়া মরীচিকার মায়াজালে;
হিংসার সমুদ্রে, ডুবে থাকি নিত্য কর্মে
দিবাবসনে চলি ভুল পথে
কল্পলোকের উল্টা রথে ।