রাত দুপুরে বাজার থেকে আসছি আমি একা,
তে-মাথার ঐ বটতলাতে ভুতের সাথে দেখা।
দাঁত খিচিয়ে সামনে এসে,
                    দাঁড়াল মোর গা ঘেসে;
বলল, হেসে একটু কেশে,
              কেন এসেছিস ভুতের দেশে?
  মধ্যরাতে অন্ধকারে,
জানিস্ না ! বটতলাতে ভুতেরা ঘোরে।
  ভয়ে আমি হিম হয়ে,
               ঝরছে ঘাম গা বেয়ে।
  অট্টহাসি ভুতেরা সব,
          খাবো খাবো করছে রব।
কেউবা টানে হাত ধরে কেউ ধরে পা,
বলল এসে বুড়ো ভুত,
       এত্ত সাহস!  কোথায় যাবি যা।
ছুটছি আমি; ছুটছে ভুত পিছে।
হোঁচট লেগে পড়েই দেখি আমি যে খাটের নিচে।