পরাজিত প্রেতাত্মা আর অপশক্তি
আবার বাংলার আকাশে শকুনের ওড়াউড়ি!
সাম্প্রদায়িক সহিংসতা, প্রতিহিংসা, নাশকতা
বাংলার লোকালয় জনপদ জুড়ে আতঙ্ক,
আত্মস্বার্থ আর দলীয় পদ লাভের আশায়
মুক্তিযোদ্ধা হয়েও রাজাকারের পদলেহন!
দেশপ্রেমি জনতার বিবেক তখন আস্তাকুড়ে!
মুক্তির ইতিহাসে তোমরা ইতিহাস গড়েছ,
জাতির দুর্দিনে বারবার পথ দেখিয়েছ;
তোমরা তো বীরের জাতি
আবার রুখে দাঁড়াও।
বাংলাদেশকে রক্ষা করো সাম্প্রদায়িকতা ভুলে।
এক হও! সকল মতাদর্শ বিভেদ ভুলে।
জেগে ওঠো মা-মাটির টানে, দেশপ্রেমে।
আমরা সবাই মানুষ। মানবতাই মহান আদর্শ
আপন ভাবো বাংলাদেশকে।
তোমরা তো বীরের জাতি
সকল ষড়যন্ত্র রুখতে এক হও!
স্বাধীন বাংলাদেশের পতাকা তলে,
তবেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।
গণতন্ত্র মানবতায় বাঙালির বিজয় হবে।
(১৮ ডিসেম্বর ২০১৩)