ধূসর পাহাড়ের শৈলচূড়ায়
সীমান্ত সংঘাতে গতিপথ পাল্টায়,
ভূরাজনীতির উপত্যাকায়
দূর্গম গিরিখাদের আঁধারে পা আটকায়।
গোলক ধাঁধার বীষফোঁড়ায়
বৈষম্যের ইতিহাস বর্ণবাদে আটকায়,
মেঘের ভেলায় স্বপ্নচূড়ায়
স্বপ্ন বোনে রাজনীতি,
দুঃখের বৈতরণী জীবন তরিতে
সঙ্গীহারা নীতি।
অন্তিমে অন্তর ধামে
দীনতা-হীনতা অবিনশ্বর,
জাতীয়তাবাদের যিকির তুলে
গড়ে দেয়াল ভাঙ্গে ঘর।
(২৯ জুন ২০২০)