চারিদিকে গোলাগুলির শব্দ
       পাশের জনের কথাও শোনা যাচ্ছে না
যুদ্ধের তাণ্ডবলীলায় জীবন বাঁচাতে
        যে যেদিকে পারছে দৌড়ে পালাচ্ছে!
রক্তের স্রোত পড়ে আছে লাশের পরে লাশ
                  ভয়াবহ নিস্তব্ধতা চারিপাশ!
ঘুটঘুটে আঁধারে নীরবতা গ্রাস করে নিচ্ছে
             সামনে পাক মিলিটারির ক্যাম্প
লাইনে দাঁড়িয়ে ব্রাশফায়ার
            মা-বোন আর বউদের আর্তনাদ।
নীরবতা হিংস্রতায় রূপ নেয়
পাতা নড়ার শব্দেও বুক ধড়পড় করে ওঠে।
আকাশে যুদ্ধ বিমানের গর্জন
              নিস্তব্ধ রাতে বুটের খটখট শব্দ
দরজায় বুটের লাথি
  তারপর টেনে হিচড়ে নিয়ে চলে যায়---!
            (২৫ মার্চ ২০১৮)