আমরা জেগেছি আমাদের আদর্শে,
পরাধীন থেকে মুক্ত বিহঙ্গের বেশে।
আমরা বাঙালি। বাংলার মমতায়
মুক্তির সেনানী। জয়বাংলার জনতায়।
পরাধীন থেকে মুক্তির আলোয়।
বাঙালি জেগেছে বাংলার আদর্শে
যুদ্ধের ময়দানে ছিল না নিদ।
তিতুমীর, ঈশাখা থেকে ভাষাশহিদ
তারপর মুক্তি খোঁজে জনতা।
বঙ্গবন্ধুর হুঙ্কারে জেগে ওঠে জনতা
দেশকে বাঁচাতে বাঙালির মমতা।
আমাদের আদর্শে সে তো একতা।
বর্ণবাদ ছেড়ে বাংলাদেশীর সমতায়,
আমাদের বন্ধন মমতা জয়বাংলায়।
(অক্টোবর ২০১৪)