মেঘ বালিকার দেশে

দিগন্ত পেরিয়ে মেঘের দেশে
            স্বপ্ন প্রেমের আনাগোনা,
স্বপ্ন ছেড়ে মেঘের বাড়ি
                মেঘ বালিকার হানা।
মেঘ ছুঁয়ে যায় স্বপ্নগুলো
                    পাহাড় নদী ঘুরে,
মেঘ-সূর্যের কানামাছি
                      রঙধনুকে ঘিরে।
আত্মভোলা হৃদয় ছোঁয়া
              মাঠ পেরিয়ে নীপবনে,
ছায়াবীথির শীতল জলে দ্বীপ জ্বলে
        মেঘ বালিকার প্রেম কাননে।
কাশফুলের ঔ নরম ছোঁয়ায়
             উড়ছে প্রেম নভোনীলে,
মেঘ উড়ে যায স্বপন ছুঁয়ে
                 রূপ সাগরের কূলে।
মেঘগুলো সব কাঁন্না করে
                দূর প্রেয়সীর খোঁজে,
ঝাঁপসা চোখে তাকিয়ে থাকে
                  মন বসে না কাজে।
রূপ সাগরে গন্ধে ভাসে
                  অনুভূতির আবেশে,
উত্তরি মেঘ স্বপ্ন আনে
      মেঘবালিকার রূপের স্পর্শে।
(৩০ মে ২০১৮)