বাংলার বুকে আজকী যেন নেই!
     স্বপ্ন আছে; স্বপ্ন দেখাবার কেউ নেই!
বাস্তবায়ন সেতো মরুভূমির মরীচিকা!
      মনভোলানো মিথ্যার ফুলঝুরি আছে
সত্যটা বলতে পারি না!
    সামনে হুজুর হুজুর বলে হাত কচলাই।
সর্বত্রই শূন্য কী যেন নেই!
আমাদের মাঝে, আমাদের কাজে স্বভাবে!
সততার বালাই নেই, আছে তোষামোদ!
ভণ্ডামি, দালালি, পরশ্রীকাতরতা আর খোসামুদ।
তাই!  কী যেন নেই
     আমাদের কাজে-মাঝে-স্বভাবে।
(০৩ আগষ্ট ২০১০)