সন্ধ্যা নামে বুড়ো বটগাছের ছায়ায়,
                 ধীরে ধীরে রাত যৌবনবর্তী হয়।
অস্পষ্ট গোঙ্গানির শব্দে রাত গভীর হয়,
       ক্রমেই শব্দ কাছে আসে, থমকে দাঁড়াই।
গা ছমছম করে আতঙ্কে জাগে ভয়,
     দু’জনের কথোপকথন, সঙ্গীরা জ্ঞান হারায়!
জোনাকির আবছা আলোয় আঁধারে জলজল করে,
         বাদুড় আর ভুতুম পেঁচার গোঙ্গানি বাড়ে।
(রচনাকাল: ০৯ ফেব্রুয়ারি ২০২০)