আমাদের সমাজে আজ মেধা মননে
প্রগতিশীল চিন্তা চেতনায় ধস্ নেমেছে !
          এখন আর কেউ - -
গোটা সমাজ দেশ জাতিকে নিয়ে। কেউ ভাবে না।
এই মহৎ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছি!


আমরা সবাই হয়েছি  আত্মকেন্দ্রিক
আজকের বাঙালি মুসলমান সমাজ অন্ধকারাচ্ছন্ন
আর ক্ষয়িঞ্চু মিডিওক্রিটির শিকার।
স্বাধীনতার পূর্বে মেধা মনন প্রগতির মূল্য ছিল,
জীবনযাত্রা নিয়ন্ত্রিত হতো মূল্যবোধ দ্বারা।


সমাজে নেতৃত্ব দিতো
জ্ঞান আর আদর্শে উদ্ভাসিত মানুষ,
নীতি আদর্শ আর মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে
পথ চলত বাংলার মানুষ।
ধর্মান্ধ হয়ে, সাম্প্রদায়িক শক্তির পাত্তা দিতো না
আপমর জনসাধারণ।


সামাজিক অবক্ষয় আজ আষ্টেপৃষ্ঠে
সমাজকে আক্রমণ করছে।
আমাদের চিন্তা চেতনা আদর্শ মূল্যবোধ
আজ পর্যদুস্ত! বিভেদ ছড়াচ্ছে,
মুক্তবুদ্ধি মুক্তচিন্তার মানষিকতায় ধস্ নেমেছে।


আমরা আজ সৎ চিন্তা করি না,
কেবলই ছুটছি জাগতিক ঐশ্বর্যের পিছে।
বিশ্বায়ন এই প্রযুক্তির যুগে
ধস্ নেমেছে আমাদের চিন্তা চেতনায়
মননে মেধায় প্রগতিশীল সমাজে।
(২৯ অক্টোবর ২০১১)