দুর্ভাগ্য আমাদের!
জনস্বার্থের পথ ধরে আমরা এগুতে পারিনি,
সময়ের লাগাম টেনে ধরে
                দেশের স্বার্থ বাদ দিয়ে
ব্যক্তি স্বার্থকে বড় করেছি,
            আমাদের অস্থির রাজনীতিতে।


হিংসা, ঈর্ষা আর স্বৈরশাসনে
সময়ের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছি।
মাঝখানে মারা পড়ে জনগণ
      ক্রয়ক্ষমতার বাইরে যায় দ্রব্যমূল্য।
গণতন্ত্র হয় অর্থহীন
    সামাজিক সুবিচার অচেনা রূপ নেয়।


প্রজাতন্ত্রের সকল ক্ষমতা হয় কুক্ষিগত,
গুটিকতক নেতা-নেত্রীর হাতে।
ধর্মনিরপেক্ষতা কিংবা রাষ্ট্রের স্তম্ভ ধসে পড়ে!
জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্র জ্বলে আর নিভে,
            ছদ্মবেশী স্বৈরতন্ত্রের আভায়।


আমাদের সমাজ রাষ্ট্র সর্বদা অস্থির
                সংকটে সংকটে কণ্টকাকীর্ণ।
দুর্ভাগ্য আমাদের
পুরো জাতির নৈতিকতায় পঁচন ধরেছে!
পাকে, মরীচিকায়, গোলক ধাঁধায় আটকা পড়েছি,
অতি দ্রুত পতনের দিকে যাচ্ছি আমরা।


দুর্ভাগ্য আমাদের
আমরা দেশ-জাতির কথা ভাবিনা
সুশীল সমাজ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবিগণ
               বক্তৃতা ও বিবৃতিতে ব্যস্ত।
সমস্যা সমাধানের পথ তারা দেখায় না।
একের দোষ অন্যের ঘাড়ে দিতে ব্যস্ত,
সব দোষ রাষ্ট্রনেতার ওপর দিতে ব্যস্ত।