পৌষ শেষে হিমেল পরশে
                  কাঁপে বাংলা প্রকৃতি,
মাঝরাতে জেকে বসে কুয়াশা
              শৈতপ্রবাহ বাড়ায় ভীতি।
সকালে গৃহ আঙ্গিনায়
            রস-পাটালির গন্ধ ছড়ায়,
আনন্দে মাতে রসপীঠায়
               মৌ মৌ গন্ধ পাড়াময়।
পিঠা-পুলি উৎসবে বসে
                বাংলার প্রকৃতি হাসে।
প্রভাতবেলায় কাজের ছেলে
        স্বল্প কাপড়ে রসনিয়ে চলে,
ঠক্ ঠক্ কাঁপে দাত
              কষ্টে চলে হেলে দুলে।
শহরের ছিন্নমূল পথশিশুরা
          জড়ো-সড়ো রাস্তার ধারে,
প্রকৃতির কোলে শৈত্যপ্রবাহে
খাবারের খোঁজে পথে পথে ঘোরে।