শিশির ভেজা কুয়াশা ভোর,
প্রকৃতির বুকে তারই ঘোর।
শীতের আবেশে
খেজুরের  রসে।
টাটকা  সবজিতে মাঠ জুড়ে  হাসে।


পৌষ-মাঘের আচমকা শৈত‍্য প্রবাহ,
জড়ো-সড়ো জীব খোঁজে  তাপদাহ।
সকল গড়িয়ে দুপুরে
সূর্য উঁকি দেয় দূরে,
মধ‍্যদুপুর গড়িয়ে সূর্য ডোবে বিহারে।


শীতের সন্ধ‍্যায় আঁধারে ঘোরে কুয়াশায়,
লেপ কাঁথা কম্বলে আরাম খোঁজে সেথায়।
গরিব  নিঃস্ব যারা
শীতে অসহায় তারা
তবুও শীতকালে  অতিথি পাখি আসে বাংলায়।