আজ সত্যি কথা বলতে কি
    লোভের বিষবৃক্ষ এমনই গভীরে ভরা!
সুশীল সমাজ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ
সমাজের কেউ খোঁজ রাখে না, শুধু কথাই সেরা!
তাই  জাতি আজ দিশেহারা;
নৈতিক অবক্ষয়ের চরম শিখরে আমরা।
এমনই দূর্ভাগা সমাজে
      আমরা আমাদের সন্তানদের এনেছি!
চারিদিকে নরপশু ধর্ষক;
সমাজে সন্তানদের রক্ষা করতে কি পারছি!
সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে দুর্নীতি,
উঠতি যুব সমাজ মাদকের নেশায় অসক্তি।
পড়ার টেবিল ছেড়ে রাজনীতির মঞ্চে
লোভ আর দূর্বত্তের সন্ধানে।
এদের নেই অপরাধ বোধ ,
নেই কোন বিবেক, নেই পাপবোধ!
এই চরম বিধ্বংসী সমাজ ব্যাধির বিস্তার রোধ!
  আজ জাগ্রত হয় না করো বিবেকবোধ।
দেশ জাতিকে নিয়ে ভাবে ঐ মুক্তিযোদ্ধা-মধ্যবিত্তরা
দারিদ্র অসহায়ে জীবন সংগ্রামে দিশেহারা তাঁরা।