বিশ্ববিবেক আজ সর্বদা প্রতিবাদহীন
                    ন্যায়নীতি আইন বিবেক আদর্শহীন
যুদ্ধবিরোধী শান্তিবাদী শক্তি বিশ্বে দুর্বল নির্বাক,
        সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা হতবাক!
চমস্কিদের মতো দু’একজন দুর্বল কণ্ঠের প্রতিবাদ,
                    সেখানেও আসে বারবার আঘাত।
মনস্তাত্ত্বিক দায়বদ্ধতার প্রকাশ,
                বিশ্ববিবেক তাই আজ উগ্রতার দাস!
বিশ্ব এখন সর্বদা অস্থির অশান্ত
         যুক্তি-তর্কে নতুন প্রজন্মকে করছে বিভ্রান্ত।
বিশ্ব আজ বহুধা শিবিরে বিভক্ত,
                 শান্তি সাম্য রক্ষার্থে দিতে হয় রক্ত।
ক্ষমতার মাপ, অর্থনৈতিক শক্তিই রাষ্ট্রের শক্তি,
       বহুত্ববাদী আদর্শই সমাজে আসে অপশক্তি।
বিশ্ব এখন বিপন্ন, একই সাথে রক্তাক্ত শোষিত!
পরাশক্তিদের যুদ্ধংদেহী মনোভাবেই বিশ্ব কলুষিত।
শান্তিবাদী শান্তিপ্রিয় মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে,
বিশ্ববিবেক সুশীল সমাজ বুদ্ধিজীবিরা বাণী দিয়ে ঘুমাচ্ছে।
বুর্জোয়ারা এখন নতুন চেহারায় নতুন স্বপ্নে বিভোর,
বিশ্বজাগাতে আজ দরকার সমাজ পরিবর্তনের ভোর।
(১৮ অক্টোবর ২০১৮)