সমাজ নষ্ট হলে দেশের কি উন্নতি হয়?
নৈতিক উন্নতি ছাড়া, বৈষয়িক উন্নতি সম্ভব নয়।
লালসার রাজনীতি সামাজিক অবক্ষয়,
এখানেই দেশ-জাতি তথা রাষ্ট্রের ভয়।
যে সমাজে মানুষের পরিচয় সাম্প্রদায়িক পরিচয়ে,
মানবিক সম্পর্ক সে সমাজে, জাতি ধ্বংস ক্ষয়ে ক্ষয়ে।
সে সমাজ আদিম, বর্বর। মুক্তচিন্তা হোঁচট খায়;
সত্য, ন্যায়বিচার, সৌজন্যবোধ সে জাতি ভয় পায়।
বিশ্বায়নের সমাজ ব্যবস্থায়, নীতিহীন লালসা সর্বদা চলে,
নষ্ট হচ্ছে সমাজ। বদলে যাচ্ছে সমাজ সমান তালে।
(৩০ ডিসেম্বর ২০১৬)