আমি আমার মনের কথাগুলো লিখি
                 কি লিখি তাও কি আমি  জানি!
যে যাই বলে বলুক, আমি মানুষের কথা লিখি;
     সমাজের আবর্জনা  দূর করতে আমি লিখি।


আমার আমিতে কি আছে  আমি  কি তা জানি!
আমার লেখাতে যদি দুর হয় সমাজের গ্লাণি।
             তাই মনের কথাগুলো  লিখে যাই,
              আমার ভাবনাতে আমি  যা পাই।


আমি কে আমি  জানি না! লেখাই আমার ভাবনা,
মানবতা গড়ি, সাম‍্য মৈত্রী গড়তে কখনো  ভুলি না।