জেগে উঠে দেখো কখন হয়েছে ভোর,
জেগে ঘুমিয়ে থাকলে, কাটবে না ঘোর।
তুমি না জাগলে বলো, কে জাগাবে তোমাকে!
জগতে স্থান নিতে হলে, জাগতে হবে তোমাকে।