তোমার সংগ্রাম, চলার শক্তি তোমার জীবন গতি,
আপন কর্মে নিজেকেই জাগাতে হবে দূর করে ভীতি।
জগতের মোহ-ছেড়ে আগে গড়ো আপন জীবন,
স্বর্গসুখ পাবে জীবনে, জগতকে দিবে নতুন ভূবন।