জীবিকার টানে প্রিয় অনুভূতি ছেড়ে
নিঃসঙ্গতা আপন অস্তিত্ব জুড়ে
চলেছি নিয়তির টানে
আপন মনে!
অজানা স্রোতে , উজান বানে
সুদিনের আশায়; জীবিকার টানে।
সেই থেকে চলি, সুতা ছিঁড়ে
একাকী নিসঙ্গতা, সমস্ত অস্তিত্ব জুড়ে।
প্রিয় মুখ থেকে দূরে
সারাদেশ ঘুরে।
আজও চলি জীবিকার টানে,
অশ্রুসিক্ত ঘ্রাণে;
দূর জনপদে নগর মহাগরে কাজের খোঁজে!
কোলাহল মানব-মানবীর মাঝে।
তবু অসহ্য নিঃসঙ্গতা  মনে মনে
প্রিয় অনুভূতি নিয়ে থাকি, জীবিকার টানে।
সংসার সাগরের জটিল ফাঁদে
প্রিয় অনুভূতি নিত্য কাঁদে
জীবিকার টানে।