দিনগুলো এভাবেই কেটে যাচ্ছে।
ভাবনাগুলো কে ভাবনায় রেখে দিয়ে
শিকল বেঁধে রাখা হয়েছে।
হয়ত একদিন জং ধরে খসে পরবে,
মুক্ত হবে ভাবনাগুলো।


মুক্ত হবে অন্য ভাবনার চার দেয়ালে,
কালের সাথে চাপা পড়বে বিলাসিতার স্তূপে।


হয়ত কোনো এক মহাজ্ঞানী খুঁজে বের করবে,
যুক্ত করবে তার ভাবনার পৃষ্ঠে।


হয়ত তখন ভাবনাগুলো পাখা মেলবে,
উৎফুল্লতায় চড়িয়ে বেড়াবে বিশ্ব।


কিন্তু কেউ কি জানবে ভাবনাগুলো কার ছিল?
ভাবনাগুলোর কি জানা দরকার সে কার ছিল?


দিনগুলো কেটে যাবে।