বিষন্ন মলিন দিনে
শব্দ হারায় গোপনে; অনাদরে।
স্মৃতির মিনারে জমাই
পূর্বশোক।
ডাস্টবিনে হারায় মমতা
ল্যামপোস্টে বাঁচে ভালবাসা!
পুরনো চাদরে শ্বাস নিই
তোমার ফেলে যাওয়া উম!
জেগে থাকে নিরবে; নিঃশব্দে
দু'পাশের দেয়াল,
নির্ঘুম সজাগ কান
যদি কড়া নাড়ে!
অপলক দৃষ্টি বহুদূর
কে যেন ডেকে যায়!
ডেকেছিলে যেমন তুমি
বহুদিন আগে।