চিঠি আসবার কথা ছিল;
আসে নি।
আনন্দাশ্রুতে ভাসবার কথা ছিল;
ভাসে নি।
চিঠি পোঁছেছে লাল খামে
ভিন্ন প্রাপকের সন্ধানে।
ওষ্ঠে ছুঁয়েছে অধর
ভীষণ যতনে।
ঠিকানাহীন সাম্রাজ্য যার
চলে গেছে সে ভীষণ অভিমানে।
চিঠি হারিয়েছে ঠিকানা প্রাপকের
প্রাপক হারিয়েছে নিজেকে!
চিঠি আসেনি ফের সেই ঠিকানায়
নব কোন উপলক্ষ নিয়ে!
প্রাপকের আজ সিলগালা হৃদয়
বাঁচে কেবল অভিমান বুকে৷