দিনের সোনালি আলো শেষে
দমবন্ধ করা নিকষ আঁধার
ঘিরে ধরে চারপাশ।
নির্বাক চোখ
কি যেন চায়
পোড়ায় জ্যোতি ক্ষণেক্ষণ।
শুকনো ঠোঁট
ক্লান্ত প্রাণ
ওষ্ঠ চায়
অধরের স্বাদ!
আলো শেষে যখন
অন্ধকার আসে
সব ছেড়ে যায়
নিজের আবেশে
শুধু পড়ে রয়
এক বিষন্ন হৃদয়
মনের কুটিরে
শূন্যতা শত!
যন্ত্রণাগুলো বাড়ে অবিরত
দু'চোখের ধারায়
ঝরে আর কত!
যেদিন থাকবে না কেউ
কে ই বা থাকে আর (!)
অধর না হোক
বাহুতেই থাক
উষ্ণতা ছড়াক
তোমার পরশ।
ক্লান্ত প্রাণ
কত কি যে চায়
থাকুক সে কথা
আছো কেমন?
কি দিব নাম?
পরশপাথর?
শ্বেত পায়রা?
নাকি স্মৃতিমালা?
জীবন সায়াহ্নে
আকুতি কেমন!
ভালবাসাটাই
বড্ড প্রয়োজন।
তবুও দূরত্ব হাঁটে
সে কি নিয়ম জানে?
নিয়ম যাতাকল
খণ্ডিত মন
ভয়ানক জীবন
তোমায় বড্ড প্রয়োজন।