জরাজীর্ণ দেয়াল ফুঁড়ে জন্ম নেয়া শ্যাওলার মত,
ভুতুড়ে বাড়ির সুরু গলি ধরে অন্ধকারে মিলিয়ে যাওয়া
আলোর সামান্য বিকিরণের মত ;
আবার কখনো বড় হতে হতে সামান্য ভুলে কাটা পড়া
বেলুনের মত চুপসে যাই আমি।
নিমিষেই জরাজীর্ণ দেয়ালের সাথে দুমড়ে
মুচড়ে মাটির সাথে মিশে যাই আমি এবং আমার অস্তিত্ব।
কখনো প্রচন্ড অধিকারহীনতায় ভুগি অকারণ,
আবার নিমিষেই ভাসি অধিকারের বৃষ্টিতে!
ভুতুড়ে গলিপথ ধরে হেঁটে বেড়াই আনমনে
তোমাদের শহরে ফিরবো বলে,
দিনশেষে নিজের মাঝেই জগত বানাই নিজের মত
করে,
অপরাধের তীব্রতা বাড়াই কমাই নিজের খুশিতে!
অহেতুক সব ভাবনারা গ্রাস করে রাতদিন,
শূণ্যতা সব জমাচ্ছে ভীড় ; দোদুল্যমান নিয়তি।
ভয়ানক এক গুটি খেলি নিজেই নিজের সাথে,
গত দুই দশকেও আমার হই নি আমি!