জেগে উঠেছে পরাজিত প্রেতাত্মার দল ,
লাশের স্তুপ আর রক্তের নদী পেরিয়ে ;
আমার সোনার বাংলায় ।


নরপিশাচের চকচকে চাপাতি, রক্তাক্ত স্বাধীনতা ;
হায়েনাদের অট্টহাসিতে ঢাকা পড়ে –
মা-বোনের আর্তচিৎকার ।


কোথায় ভিয়েতনাম আন্দোলন, মতিউল-কাদের ?
কোথায় মুক্তিযুদ্ধের অকুতোভয় গেরিলা বাহিনী ?
কোথায় স্বাধীনতা ? কোথায় সমাজতন্ত্র ?


ক্ষত-বিক্ষত আকাশ, শ্মশানের নিরবতা সর্বত্র –
সোনার বাংলা এখন এক আজব বধ্যভূমি !
শৃগাল-শকুন আর সারমেয় চক্রের দখলে ।