হারিয়ে যাওয়া সেই মুহূর্তগুলো-
কখনো আবার ফিরে আসতে চায়;
যেখানে অতীতের মৃত্যু হয়েছিলো।


অতীতকে ফিরিয়ে আনতে পারে না-
বৈজ্ঞানিক সময়ের সংরক্ষণশীলতা;
তাই নিঃসঙ্গতার কখনো মৃত্যু হয় না।


ব্যর্থ হয় নিঃসঙ্গ সময়ের প্রতিবাদ;
পৃথিবীর কাছে গোপন থেকে যায়-
আহত হৃদয়ের নিশ্চুপ আর্তনাদ।