মনটা আমার অশ্রুসিক্ত
এ অধরাতে,তুমি নেই বলে
কত স্মৃতি তোমাকে নিয়ে
ভুলি কেমন করে।
থাকতে তুমি সবার মাঝে
তারণ্যে উদ্দীপ্ত,কর্ম চঞ্চলতা নিয়ে
মাঝে মাঝে  দৌড়ে আসতে
ক্ষণিক দেরি বলে।


মনেপড়ে এইতো সেদিন
হাঁপাতে হাঁপাতে এলে
বললে আমায়, হবে দেরি
আমার তথ্যের তরে।
বকলাম তোমায় আচ্ছা হেসে
কিসের এতে তাড়া!
হাস্যমুখে কইলে তুমি
প্রিয় মুখের তাড়া।


বললাম আমি ঈষৎ হেসেই
শুধুই কি সন্তানের তাড়া?
বোনাস হিসাবে আরো থাকছে
প্রেয়সীকে পাওয়া।
বললে তুমি মুচকি হেসে
ঠিক অমনটি না
অন্তরে মোর বিরাজ করে
প্রাণ ভোমরা,ছোট্টন অহনা।


আজ কেই তুমি সজ্জিত হবে
নূতন একটি সাজে
বন্ধু বান্ধব রইবে নীরব
তোমায় দেখিলে।
মনের গহীনে বিয়োগ ব্যথায়
অশ্রুসিক্ত মন
দু-চোখেতে অশ্রু বিসর্জন
মনের অজান্তে।