প্রাণ ভোমরা উড়িয়া গেলে
নিথর দেহ পরিয়া রয়।
নাম-পদবী’র জৌলুস নাহি রয়
পরিচিত তুমি শুধুই লাশ।
প্রাণ থাকিতে বুঝিনা মোরা
আমিও হবো একটা লাশ
কিসের ভরাই করি আমরা
সবাই মোরা জিন্দা লাশ।


ধন-সম্পদ, জীবন-যৌবন
চিরকাল তা তোমার নয়
একদিনে সব সাঙ্গ হবে
মিছে এই দুনিয়ায়।
এটা আমার ওটা আমার
বাকীটুকু ও আমার চাই
সাড়ে তিন হাত মাটির বিছানা
এর থেকে বেশী নয়।
ডাকছে কবর দিনে সত্তর
প্রস্তুতি কি নিয়েছ তার?
কাছে যম দূত গুনছে প্রহর
তোমারই অপেক্ষায়।