তুরস্কে ভুমিকম্পে নিহত মেয়ের হাত ধরে বসে আছে পিতা শিরোনামে আমার এ প্রয়াস।


ভাবছি আমি আপন মনে
কেন এমনটি হলো
দু নয়নে অশ্রু ঝড়ে
বিভীষিকাময় চারিপাশ।
অসহায় পিতা আছে বসে
মৃত খুকী'র হাত দুটি  ধরে
বুকের ভিতর তীব্র দহন
চলছে অবিরাম।

সন্ধ্যা রাতে হাসছে খুকী
এখনো কানে বাজে
কে জানিতো সেই হাসি যে শেষ হাসি
চিরদিনের তরে।
সাঁঝের বেলায় মুচকি হেসে
বললো আমায় বাবা
পরীর মতো ডানা মেলে
যাবো অচীন দেশে।
ঈষৎ আমি হেসে ওঠে
বুকে জড়িয়ে নিলাম তারে
যেতে দেবো না ওহে প্রাণাধিক,
তুমিইতো আমার প্রাণ ।


তীব্র হাহাকার আর্তনাদে
বহে অশ্রু ধারা
প্রিয় খুকী'র আদরমাখা মুখ
স্মৃতিতে আসছে বারেবার।
হাসলে খুকী ভীষণ মায়াবী
প্রাণ জুড়িয়ে যায়
কানে কেবল আসছে ভেসে
উচ্ছ্বাস ছড়ানো প্রিয়মুখের হাসি।