অকৃত্রিম তৃঞ্চা আর অফুরন্ত আশা
নিয়ে বেঁচে থাকা আমার
মুক্তির মিছিলে এলোমেলো সুখটান
সবকিছু করছে সাবাড় ।


আমি চিরকাঙ্গাল সুখের
আমি চিরসাথী দুঃখের
এক হাতে ছেড়া রাঙ্গা পোস্টার
আরেক হাতে ভবিষত্‍ কর্ণধার
কপালে লালসালু বাঁধা
চোখে স্বপ্নের চিরায়ত ধাঁধা
দুরন্ত পথিক আমি...


বিধ্বস্ত নগরীর নাটাই হাতে মোর
আমার প্রতীক্ষায় পুবের বাংলোঘর
আমি নকশা একেঁছি নতুন পৃথ্বির
আমি বিমরাজ রাজা প্রজা মহাবীর ।


চোখের চপল চাহনীতে আমার সুখ
বিনিদ্র চিত্‍কারে মুক্তির নন্দলোক


বুনোহাঁসের ডানায় ঝাপটে ধরে পৃথিবীর সাধ নেবো আমি
আমি যোদ্ধা , প্রলয়ের বোদ্ধা
মহানায়ক খলনায়ক অর্ন্তযামী ।


সুখ সে তো হাসির খোরাক
শিশুর সদনে অঙ্গ জুড়াক ।


পান্তাভাত আর ভাজাঁ শুকনো মরিচের স্বাদ আমার পুষ্টি
জননীর ক্রন্দন আকুল বন্ধন
আমার বিনম্র অর্ন্তদৃষ্টি ।


রাজটিকা কপালে আছে
আর আছে জয়মাল্য গলে
রাজা প্রজা উজির নাজির
একমাত্র আমি এ ভুতলে ।।


আছে জারুলের মগডালে হলদে টিয়া
কচি ঘাসফুল ভাঁটফুল আর মীনক্ষোভাকুল হিয়া
এই পৃথিবীর সুখ এনে দেবো একটাই এক চাওয়া
রাতের চাদঁ জানে , জানে ঐ দখিনা হাওয়া ।


১৪/০১/২০১৫ইং