আমি যখন লিখছি ছড়া বিজয় মিছিল চলছে
যুগের বেশি শক্ত পাথর লাল রক্তে গলছে
আবু সাঈদ মুগ্ধরা আজ সেই হীরাতেই পান্না
লাল সবুজে সুখের বীণে থামছে বিষের কান্না।
বাহান্নতে সালাম-রফিক, একাত্তরে বীর সেনা
লাখো শহীদের রক্তে কেনা এদেশ কারো বাপের না
চব্বিশেতে ছ-গুন হয়ে জাগলো ছাত্র-জনতা
অসত্যেরা পালিয়ে গেলো; কোথায় গেলো ক্ষমতা?
পুরলো শহর পুরলো নগর, কোমল শিশু মরলো
দেশের তরে দশের তরে কত শত ফুল ঝরলো
গদির নেশায় মত্ত থেকে দেশ ভেজালো রক্তে
শ্লোগান দিয়ে তারুণ্যেরা বসলো ন্যায়ের তক্তে।
মুগ্ধ ছিলো, স্নিগ্ধ আছে থাকবে ওরা চিরকাল
তাদের কথা থাকবে অমর, রাখবে লিখে মহাকাল
তারুণ্যেই জয় গানেতে ভাসছে গোটা জাতি আজ
সেই চেতনায় নতুন করে স্বদেশ সাজুক নতুন সাজ।