বোকা


আমি কিংবা আমরা,
এখনও পুরোই বোকার স্বর্গে ।
কারন? -কথা বলা বন্ধ করতে হবে
কার? জনতার !
কারন? থলের বিড়াল বের হচ্ছে তাই।
আমি কিংবা আমরা,
আবোল তাবোল বকছি।
কখনো ভয়, কখনো আতন্ক
আবার কখনও হেরে যাওয়া-
মানুষ গুলোর মত প্রচন্ড হুন্কার।
আমি কিংবা আমরা,
ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখি
যা আমাদের ব্যতি  ব্যস্ত করে তোলে।
আমি কিংবা আমরা,
বোকার স্বর্গের বোকা
আর বুঝি দিতে পারব না ধোকা?


- এম এম মজিবুল হক