হঠাৎ করে রান্নাশালায়, রাঁধব আমি আজ ।
সকাল বেলার নাস্তা হবে-থালাগুলো মাজ ।
চাল ভিজালাম, ডাল ভিজালাম
সাথে কত কি !
সবজি খিচুড়ি রান্না হবে, তাতে আবার কি?
হলুদ-মরিচ মসল্লাপাতি, সবই দিলাম ভাই,
রান্না শেষে ভেবে দেখি- তেলটা তাতে নাই ।
এদিক তাকাই, ওদিক তাকাই -কি হলোরে ভাই !
রান্না খাবার মানুষগুলো পালিয়ে  গেল তাই ।
এথায় হাসি, ওথায় হাসি-হাসির হুল্লোড় ।
ডিম আর আমি ভাজব না ভাই -ডিম ছাড়াই খাই ।
একটুখানি খেয়ে দেখি, ফাটাফাটি ভাই।
কে বলেছে তেল ছাড়া রান্না নাহি, তরকারি?
গিন্নিরা সব মিথুকের দল, চাপায় এরা ভারি,
তাইতো সদায়  এথায়-ওথায় হচ্ছে খেলার আড়ি!
যাকসে কথা বাদ দিয়ে দিই ,
কি আর বলব ভাই?
সব শেষেতে আসল কথা বলতে আমি চাই।
তেলের সমাজ তেলেই চলে-
তেলি মোরা ভাই ।
অনেক টাকায় তেল খিলালি, বাঁচার উপায় নাই ।


- এম এম মজিবুল হক
- ১৬ সেপ্টেম্বর’২০২২ (শুক্রবার)