পাঁজরের হাড়গুড়ো সব তোদের চাপে
পুড়ে ছাই কত মসৃণ ত্বক গায়ের তাপে
           তবুও কেন ঠেলছিস্?
পর্বত সম সুখ বাধাই করা তোদের বুকে
হা-হাকারে অহেতুক মরছিস ধুঁকে ধুঁকে
             আর কত চাইছিস্?
এ'কী শুধুই অভিনয় নাকি মিছে প্রণয়
চোখে জল নেই তোদের ফালতু বিনয়
       কেন জল মেখে কাঁদিস্?
পরের কপালে কুঠার মেরে নিত্য ঘাত
জুটবে কি আদৌ মাটি সাড়ে তিন হাত
           আইল কেন কাটছিস্?
এক পা জমিনে পড়ে আরেক পা গর্তে
মর্তে টানে পাপের বানে যাবি বিনাশর্তে
          বাঁকা পথ কবে ছাড়ছিস্?
যমের ঘোড়া বেপরোয়া সদা লাগামহীন
অর্থের বোঝা বুকে চেপে বসবে সেদিন
        একবারও কী ভাবছিস্?


রচানাকালঃ ০৭/০৮/১৭ইং