মাথার উপরে শূণ্য আকাশ
চেয়ে থাকে অপলক দুটি চোখ
কখনো দূরে বহুদূরে আকাশের বুকে
জেগে থাকে ধ্রুবতারা,
হাতছানি দেয় অতীত।


ফিরে আসে দিনগুলি
একরাশ সুখের, সীমাহীন আনন্দ
প্রজাপতির পাখায় ভর করে-
ফেলে আসা সোনালী সময়।


নির্ঘুম চোখে জমে থাকা লোনাজল
নিঃশব্দে গড়িয়ে পরে,
ধূসর হয়ে আসে জেগে থাকা ধ্রুবতারা,
ফিরে আসে সে-
ভালবাসে আমায়।


দুঃসহ খরতাপে পাথর হয়ে যাওয়া
বুকের জমিন কোমল হয়,
সিক্ত হয় ভালবাসার স্পর্শে
স্বপ্ন বোনে-
অনাগত দিনের আশায়।


ইচ্ছেগুলো ডানা মেলে দূর আকাশে
খুঁজে পায় অনাবীল সুখ,
দিগন্ত জোড়া ঘাসের বুকে
জেগে থাকা দুটি প্রাণের-
না বলা চোখের ভাষায়।


হৃদয়ের গভীরে জমে থাকা কষ্টগুলো
মুহূর্তেই শূণ্যে হারিয়ে যায়,
তপ্ত বালুচরে ঢেউ জাগে-
অমৃত ভালবাসায়।


সময়ের অনুকূলে
বয়ে চলা হিমেল বাতাসে
শীতল হয়ে আসা দেহ
উষ্ণতা খোঁজে-
তপ্ত হয় কোমল ছোঁয়ায়।


দিগন্তজোড়া ঘাসের বুকে
মৃদু বাতাস কানে কানে জানিয়ে দেয়,
ভালবাসার কথা-
হৃদয়ে রক্তেলেখা কবিতায়।


অতপর-
মাথার উপরে শূণ্য আকাশ
জেগে থাকা ধ্রুবতারা
পরে থাকে অতীত
স্তব্ধ চারিদিক
নিঃশব্দ অন্ধকার।