ম ম জামান


ভুলে গেছো সব অঙ্গীকার
তোমার আমার ভালোবাসার
সুবর্ণ সময়, প্রমোদ বিহার।


আমিও ভুলের বৃত্তে চিত্ত ঢেলে
ভুলে গেছি লাল নীল কষ্ট
বিদিশা নাবিক ফেলেছি নোঙর
প্রদোষের ঘোর অন্ধকারে।


ভুল পথ থেকে তুলে এনেছি বিশুদ্ধ
বিকেলের ছায়া, অবসন্ন দেহমন
কবিতার বিনিময়ে।


এখন কথায় কথায় ব্যথায় নীল
হই না তো আর
রাত জেগে কাব্য লিখি, নক্ষত্রের
সাথে কথা বলি, নিঃসঙ্গ রাতের প্রহর
করি পার নির্বিকার, অন্ধকার পথ
পাড়ি দিয়ে ফিরে আসি নবীন সকালে আবার।


খুঁজি ভোরের শিশির কিংবা নীলাদ্রি পারাবার
আজো খু্ঁজি সেই দুটি চোখ-
যা ছিলো আমার কাব্যমানসী শ্যামাঙ্গী সুনন্দিতার।
৮-৫-২০১৯