একজনের ভোট অন্য জনে দেওয়ার দিন আর নাই
ভোট চুরিটা ঠেকাতে আজ বাঁশের লাঠি চাই।


বাঁশের লাঠি হাতে নিয়েই দেশ করেছি মুক্ত
আবারও চাই বাঁশের লাটি হাতে শক্ত পোক্ত।


দাসজনতা নিজ অধিকার যেদিন বোঝে যাবে
আমার ভোটটা আমি দেবার সুযোগ সেদিন পাবে।


নজর রাখুন ভোটের বাক্সে নোটকে ফেলুন ছুঁড়ে
রাজাকারের ছায়া থেকে থাকতে হবে দূরে।


টাকার কাছে বিক্রি হয়ে হবেন না আর দাস
টাকার লোভে করবেন না আর দেশের সর্বনাশ।


টাকার লোভে নিজকে যদি বিকিয়ে দিই হাটে
ছাগল ভেড়া মনে করে চড়াবেই তো মাঠে।


পারবে যে জন গড়তে এ দেশ আনবে নতুন দিন
ভেবে চিন্তে আপনার ভোটটা তার বাক্সতেই দিন।


আপনার ভোটে যোগ্য নেতা পেলে দেশের ভার
আপনিও হবেন উন্নয়নের সমান ভাগীদার।


আলোর মশাল জ্বাললে তবে আঁধার হবে শেষ
আসুন সবাই মিলে গড়ি সোনার বাংলাদেশ।
১৮-৯-২০১৮