অপরূপ লাবণ্যে ভরা আমার জন্মভূমি
ভক্তিতে নিত্য মাগো তোমার চরণ চুমি!


বেঁচে আছি মাগো তোমার উদার বায়ু-জলে
পরাণ জুড়ায় দিগন্তের ওই ফুল ও ফসলে।
নিশির শেষে শিশির ভেজা কোমল দুর্বাদলে
তোমার কথাই বলে মাগো, তোমার কথাই বলে।


ওই পাহাড়ের গাছ গাছালি শাল সেগুনের বন
তোমার রূপের বন্দনা গায় তারা সারাক্ষণ
মিষ্টি জলের ধারা মাগো তোমার বুকে চলে
তোমার কথাই বলে মাগো, তোমার কথাই বলে।


দোয়েল কোয়েল ময়না শ্যামার কণ্ঠে তোমার গান
অঙ্গ তোমার দেয় সাজিয়ে মাঠের সোনার ধান
তোমারে না দেখলে মাগো চোখ ভেসে যায় জলে
অন্তর কাঁদে মাগো তোমার মন্দ কিছু হলে...।
১-৯-২০১৯