হারায় যখন নৈতিকতা
কোনো নেতা
তার চোখেতে হয় জনতা
আম-জনতা।
মনে মনে চিন্তা পোষে
খাবো চুষে
আমের মতোন যখন তখন
স্বার্থে যদি করে আঘাত
পায়ের তলায় মারবো পিষে
বিনা দোষে।
এমন আছাড় মারবো তাকে
খুব জটিল এক চিন্তা কষে
ফেলবো প্যাঁচে জ্বালবো আগুন
রুষ্ট রোষে।


ভাবে তখন কী আর এমন
দুইচারিজন এলে গেলে
চাটুকারে ঘেরা জীবন
সব ক্ষমতা আমার হাতে
বানাই আমি দিনকে রাতে
সময়টাতো আমার এখন।


আমজনতার কী ক্ষমতা
অহংকারে অন্ধ নেতা
বুঝে তখন
ঠোঁটের জবাব ভোটের দ্বারা
গণেষটা দেয় উল্টে যখন।
৩-৬-২০১৯