গ্রাম কিংবা শহরে মাদক বাড়িয়েছে তার ভয়াল থাবা
ভাণ্ডারি কাণ্ডারি দেউল বাউল বাদ নাই কেহ
মাদকের জালে পড়েছে জড়ায়ে জটাধারী পীর বাবা।


জাতির সামনে শুধুই এখন ঘোর অমানিশা
কে দিবে আলোর সন্ধান কে দিবে পথের দিশা!
মাদকের খাদক যুবক তরুণ, তন্বী তরুণী ঐশীরাও নেই বাদ
ঘাটে ঘাটে পেতেছে লোভীরা মাদকের করুণ মরন ফাঁদ।
তারুণ্যের মুখে বিষ ঢেলে দিয়ে লুটে নিচ্ছে জাতির আশা
খাদক-বিক্রেতা কারো মনে নেই মা মাটির প্রতি ভালোবাসা।
যুবসমাজ ধ্বংসের মুখে, তারুণ্যও গেছে মরে
আগামী প্রজন্ম ঝিমায় বেঘোরে মাদক নেশার তোড়ে।


বাসের হেল্পার কোটিপতি আজ মাদক বিক্রি করে
কুঁড়েঘর ভেঙে সুখের আশায় সুরম্য প্রাসাদ গড়ে।
যে মায়ের কোলে ঘুমাতো সুখে সে মাকেই করে খুন
নীতি নাই, প্রীতি নাই, ভালোবাসা প্রেম নাই
সব খেয়ে যায় মাদকের বিষাক্ত ঘুণ।


জাগো হে তরুণ, ভোরের অরুণ; এসো মাদককে “না” বলি
শত প্রলোভনে সজাগ থেকে মাদক এড়িয়ে চলি।
সমৃদ্ধ আগামী গড়বো আমরা, রুখবো মাদকের ভয়াল থাবা
আমাদের বিজয়ে সুখী হবে দেশ, সুখী হবেন মা বাবা।
১৯-৪-২০১৮