নিষ্প্রভ ও মলিন অভিব্যক্তির ছাপ
চোখে মুখে চেহারায়;
কেউ দেখে না।


দরিদ্রতার সংকেত দিয়ে যায়
গায়ে ছেড়া-ময়লা জামা পায়ে যত্নহীন পাদুকা;
কেউ বোঝে না।


প্রেয়সীর নির্দয় অবজ্ঞার দাগ
চোখের তারায় ভেসে রয়;
মুছা যায় না।


বিক্ষিপ্ত চিন্তায় উদভ্রান্ত পথিকের
সুখ-দুঃখের সাথী;
কেউ হয় না।


সংসারে সঙ সাজি প্রতিদিন
বন্দি থাকি কুহকি জালে।
জীবনের নিয়মে চলে জীবন -
“কেমন আছেন” জানতে চাওয়া হলে
কষ্ট গোপন করে শুষ্ক হাসিতে বলি-
“ভালো আছি”।
এই “ভালো আছি” বলাটাই
নয় কি আত্ম-প্রবঞ্চনা?
৬-৫-২০১৮