তুমি নারী, মানুষ নও
মানুষ হলে কেন বারে বারে
পুরুষের পদানত হও।
অন্তপুরে থেকে আর নিজেকে
চোখের জলে ভাসিও না।
পা রাখো চৌকাঠের বাহিরে
প্রমাণ করো যদিও নারী
আমি পারি
তোমাদের মতোই সব কিছু পারি।
আমিও মানুষ
তবে সব দোষ
কেন আমার একার?
তোমাদের মতো আমারও আছে
স্বাধীনভাবে বাঁচার অধিকার।
বলো হাঁক ছেড়ে
আমার আছে কুসুম কোমল হৃদয়
যে হৃদয়ে ফুটে শান্তির গোলাপ।
তোমরা পুরুষ
তোমাদের হৃদয়ে বহন করে চল
নিউট্রন বোমার অভিশাপ।
কজন নারীকে দেখেছ
নিউট্রন বোমা দিয়ে
মেরে ফেলতে অজস্র দুধের শিশু;
জ্বেলে ছারখার করে দিতে
মনুষের ঘরবাড়ি?
আমি সে অভিশাপ মুক্ত নারী।
আমাকে মানুষ না ভাবলেও ক্ষতি নেই।
২৩-৫-২০১৭