(৮/৮/১০ মাত্রার আবর্তনে রচিত)


রক্ত দিয়ে বর্ণ কিনে
ফেব্রুয়ারির প্রথম দিনে
উড়িয়ে দিলাম বাংলা ভাষার পাখি
মায়ের ভাষার মধুর ডাকে
করবে তন্ময় বিশ্বটাকে
বেঁধে দেবে এক চেতনার রাখি।


ঘুরে ঘুরে বিশ্ব জুড়ে
করবে মাতাল মধুর সুরে
ভুধর সাগর সবুজ অরণ্যানী
সাহসী এক জাতির কথা
বলে পাবে অমরতা
ভাষার জন্য জীবন দিতে জানি।


এই সে জাতি নাম বাঙালি
মায়ের ভাষার খুব কাঙালি
রক্তে লেখে ইতিহাসের ধারা
ভীষণ তেজে ওঠবে ক্ষেপে
ধরবে তাদের টুটি চেপে
বাংলা ভাষায় করবে আঘাত যারা।
০১-০২-২০২১